বিড়ালের মত ঘরে ফেরা

  • লেখকঃ আমির খসরু স্বপন

আমার বিশ্বাস আমি কখনো আবদ্দ ছিলাম না এবং এখনো আবদ্দ নই কোন নিয়তির হাতে। কেননা আমার জন্মই এর প্রমান এবং আমি কতটা মুক্ত ও স্বাধীন আমার জন্মের মুহূর্তগুলিতে, আমার মা এর সবই জানেন। কিন্তু আমাকে প্রকৃতির মতো স্বাধীন দেখালেও আমি প্রকৃতি হতে চাইনি অথচ প্রকৃতি আমাকে তার মতো করে বানাতে চেয়েছে এবং আমি ধীরে ধীরে প্রকৃতি হয়ে উঠেছি।

Price: 100 TK Discount:25%